ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘আমরা চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
‘আমরা চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চম এএইচএফ কাপে অংশ নিতে রাতে হংকংয়ের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় হকি দল। চার বছর পর দলের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন রাসেল মাহমুদ জিমি। আট দলের আসরটিতে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ঢাকা: পঞ্চম এএইচএফ কাপে অংশ নিতে রাতে হংকংয়ের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় হকি দল। চার বছর পর দলের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন রাসেল মাহমুদ জিমি।

আট দলের আসরটিতে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জিমি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতেই হংকং যাচ্ছি। আমাদের দলটা খুবই ভালো। চয়ন দলে ফিরেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই প্রথম কোনো টুর্নামেন্টে নামার আগে আমরা পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলেছি। সাইড বেঞ্চে যারা থাকবেন তারাও ম্যাচ খেলার যোগ্য। দলটা খুবই ব্যালান্সড হয়েছে।

২০১২ সালে মালোয়েশিয়া অনুষ্ঠিত এএইচএফ কাপেই বাংলাদেশকে সবশেষ নেতৃত্ব দিয়েছেন জিমি। চার বছর পর একই টুর্নামেন্টে অধিনায়কত্ব ফিরে পেয়েছেন। মাঝে এ হকি তারকার সময়টা গেছে খুবই বাজে। ফেডারেশনের দ্বন্দের কারণে ক্যারিয়ারই শেষ হতে যাচ্ছিলো।

জিমি অবশ্য পেছনে ফিরে তাকাতে চান না, ‘পেছনে খুব খারাপ সময় গেছে। একটা বিশ্বাস ছিল আবার হয়তো সব ঠিক হয়ে যাবে। এখন সবকিছুই পরিবর্তন হয়েছে। খুব ভালো লাগছে। শান্তি পাচ্ছি। আশা করি হংকংয়ে গিয়ে ভালো করবো। হকি আবার উপরের দিকে উঠে আসবে। সামনে কীভাবে কি করা যায় এ নিয়েই ভাবছি এখন। ’

এএইচএফ কাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশর প্রতিপক্ষ হংকং, চাইনিজ তাইপে, চীন। ‘বি’ গ্রপের চার দল হলো সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও উজবেকিস্তান। টুর্নামেন্ট শুরু হবে ১৯ নভেম্বর। শেষ হবে ২৭ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।