চট্টগ্রাম: চট্টগ্রামের মাটিতে টানা ম্যাচ জেতায় উচ্ছ্বাস ঝরেছে চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে।
ম্যাচশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন, ১৮০ (মূলত ১৮৩) রান তাড়া করা কঠিন ছিল।
ম্যাচ জেতার মূল পয়েন্ট কোনটি এমন প্রশ্নে তামিম ইকবাল বলেন, আমি ও বিজয়ের জুটিটা আগেভাগে ভেঙ্গে দিতে পারলে কুমিল্লা ম্যাচটা জিততে পারতো। কিন্তু তারা পারে নি। আমাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাড়িয়ে মোহাম্মদ নবী ও শোয়েব মালিক দুর্দান্ত খেলেছে। '
তামিম ইকবাল প্রতি ম্যাচেই রান করলেও ইনিংস বড় হচ্ছে না। এ নিয়ে আক্ষেপ আঠে তামিমের কণ্ঠেও।
তিনি বলেন, '৩০-৪০ করে রান হচ্ছে। কিন্তু বড় হচ্ছে না। পরবর্তীতে আশা থাকবে ৫০-৬০ পর্যন্ত নিয়ে যাওয়ার। চট্টগ্রামে আমাদের আরেকটি ম্যাচ আছে। ঘরের মাটির শেষ ম্যাচে একটা ভালো ইনিংস খেলার চেষ্টা করবো। '
বাংলাদেশ সময় ২৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
টিএইচ/টিসি