ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষস্থানে থেকে প্রতিযোগিতা শেষ করলো নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
শীর্ষস্থানে থেকে প্রতিযোগিতা শেষ করলো নৌবাহিনী

২৪টি স্বর্ণসহ মোট ৫০ টি পদক লাভ করে ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৬ তে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

ঢাকা: ২৪টি স্বর্ণসহ মোট ৫০ টি পদক লাভ করে ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৬ তে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।  

১৪ টি স্বর্ণসহ ৪৭ টি পদক অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী ২য় স্থান অর্জন করে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এ সময় সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়া অনুরাগী দর্শক উপস্থিত ছিলেন।  

প্রতিযোগিতার শেষ দিনে মোট ৪টি রেকর্ড হয়। এর মধ্যে নৌবাহিনীর নাজমা খাতুন ৮০০ মিটার ও ৫০ মিটার ফ্রি-স্টাইলে নতুন রেকর্ড গড়েন। এছাড়া নৌবাহিনীর মাহফুজুর রহমান সাগর ৫০ মিটার ফ্রি-স্টাইলে নতুন রেকর্ড গড়েন।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ১৪ টি বিভাগে জাতীয় রেকর্ড হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।