আশুলিয়া, সাভার: ছয়টি দেশের ৪১ জন খেলোয়াড়ের অংশগ্রহণে ১০তম বিকেএসপি কাপ এশিয়ান অনূর্ধ্ব ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৬ উদ্বোধন হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার বিকেএসপির টেনিস গ্রাউন্ডে এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
টেনিস প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে বাংলাদেশসহ ভারত, কোরিয়া, হংকং, লাওস, সিঙ্গাপুরের ৪১ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহল আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) মোশাররফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু প্রমুখ।
আগামী ৯ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল লেখা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএ