ঢাকা: প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের বিদেশি দুই সুপার গ্র্যান্ডমাস্টার এখন ঢাকায় অবস্থান করছেন। গত আসরে অপরাজিত চ্যাম্পিয়নরা আসন্ন ‘বিপিসিএল ২০১৬’ এ অংশগ্রহণ করবে।
উজবেকিস্তানের আমানটভ ফারুক ও রাশিয়ার বরিস গ্র্যাচেভ ঢাকায় এসে পৌঁছুলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি এম এ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সিফাত মো: রাফসান জানি ও দফতর সম্পাদক এম এ সোবহানী।
ক্লাবের অপর খেলোয়াড়রা হলেন বাংলাদেশের সর্বোচ্চ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, দেশীয় দাবার কিংবদন্তী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, উদীয়মান খেলোয়াড় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ।
এ বছর ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন রানী হামিদ। ম্যানেজার হিসেবে থাকছেন মো: মোকাদ্দেছ হোসাইন। অফিসিয়াল টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন ক্লাবের সহ-সভাপতি শেখ মনি এবং সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সিফাত মো: রাফসান জানি।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি