ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ফ্লেইম গার্লস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও ফ্লেইম গার্লস ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষে রোববার থেকে শুরু হয় ‘মার্সেল-বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা-২০১৬।’ সোমবার (১২ ডিসেম্বর) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই প্রতিযোগিতা।

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে রোববার থেকে শুরু হয় ‘মার্সেল-বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা-২০১৬। ’ সোমবার (১২ ডিসেম্বর) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এই প্রতিযোগিতা।

বাংলাদেশ রাগবি ফেডারেশন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে পুরুষ ও মহিলা বিভাগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী সবোর্চ্চ পয়েন্ট পেয়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব রানার্স আপ হয়। বাংলাদেশ সেনাবাহিনী ৫৫-০০ ব্যবধানে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে।

এদিকে মহিলা বিভাগে ফ্লেইম গার্লস রাগবি ক্লাব চ্যাম্পিয়ন হয়। তারা ১৫-১০ ব্যবধানে টপডিল ডটকম ডট বিডি রাগবি ক্লাবকে পরাজিত করে। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়ার পাশাপাশি পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্সেল বিজয় দিবস রাগবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব-ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মো. মোতাহার হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক দীন ইসলামসহ ফেডারেশনের সদস্য পারভীন পুতুলসহ অন্যান্যরা।

এবারের এই মার্সেল বিজয় দিবস রাগবি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগের ৮টি দল অংশ নেয়। পুরুষ বিভাগের চারটি দল ছিল- বাংলাদেশ সেনাবাহিনী, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, বাংলাদেশ অ্যামেচার রাগবি ক্লাব ও রাজধানী রাগবি ক্লাব। আর মহিলাদের চারটি দল ছিল- ফ্লেইম গার্লস রাগবি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও টপডিল ডটকম ডট বিডি রাগবি ক্লাব।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।