ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নড়াইলে ভলিবল প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
নড়াইলে ভলিবল প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইলে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ১৫ দিনব্যাপী বিভাগীয় ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

নড়াইল: নড়াইলে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ১৫ দিনব্যাপী বিভাগীয় ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ভলিবল ফেডারেশন এ ভলিবল প্রশিক্ষণের আয়োজন করে।

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দেশব্যাপী ক্রীড়া প্রতিভা খোঁজ কর্মসূচির আওতায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, মো. হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ আ. রশিদ মন্নু, আলিউল মাসুদ কোটন, সৈয়দ মঞ্জুর তৌহিদ তুহিন ও অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ শিবিরে খুলনা বিভাগের সাতটি জেলার শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে বাছাই করে মোট ১৫ জন খেলোয়াড়কে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ভলিবল প্রশিক্ষক খান তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২১০৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।