গোপালগঞ্জ: গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম পর্ব শেষ হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে বাগেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত ৫২ কিলোমিটার সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে সকাল ১১টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিজেএমসির মিজানুর রহমান। তার পয়েন্ট দাঁড়িয়েছে ২০। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিট ৭ সেকেন্ডে এ পথ অতিক্রম করেন।
দ্বিতীয় হয়েছেন বিজেবির রিপন কুমার বিশ্বাস। তার পয়েন্ট দাঁড়িয়েছে ১৭। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিট ১৮ সেকেন্ড এবং তৃতীয় হয়েছেন বিজেবির সিরাজুল ইসলাম। তার পয়েন্ট দাঁড়িয়েছে ১৫। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে এ পথ অতিক্রম করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ খান বাবুল।
সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরবি/