ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিজয় দিবস রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিজয় দিবস রেটিং দাবা প্রতিযোগিতা শুরু বিজয় দিবস রেটিং দাবা প্রতিযোগিতা শুরু/ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে রোববার (২৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘বিজয় দিবস ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬’।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে রোববার (২৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘বিজয় দিবস ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬’।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরার এডুকেশন গার্ডেন স্কুল এন্ড কলেজে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ সামসুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আনোয়ার মজিদ, লায়ন মোঃ মনির হোসেন এবং মোঃ রাহী মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেন।

প্রতিযোগিতায় ৪১ জন দাবাড়ু অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন, রানারআপ ট্রফি সহ বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪টি পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।