ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘মার্সেল বিজয় দিবস হকি টুর্নামেন্ট-২০১৬’তে দুটি গ্রুপে ছয়টি দল অংশ নেয়। ইতিমধ্যে গ্রুপপর্ব ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬৫ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের কোচ, অধিনায়ক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাগণ। উভয় দলের অধিনায়ক ও কোচ ভালো খেলে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় ও বাংলাদেশ নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনীর হয়ে দ্বিতীয়বারের মতো বিজয় দিবস টুর্নামেন্ট খেলছি। আমাদের দলে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে আমরা সেনাবাহিনীর সঙ্গে ড্র করেছিলাম। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচটি ভালোভাবে খেলে শেষ করতে চাই। সেনাবাহিনী নিঃসন্দেহে ভালো দল। তবে আমি মনে করি আমরা আমাদের সেরাটা দিয়ে খেললে ভালো ফল আসবে। ’
নৌবাহিনীর কোচ নুরুন্নবী বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ভালো খেলার চেষ্টা করেছি এবং খেলেছি। যদিও সেনাবাহিনী বেশ ভালো দল, তারপরও আশা করছি ফাইনালেও আমরা ভালো খেলা উপহার দিতে পারব এবং চ্যাম্পিয়ন হতে পারব। ’
বাংলাদেশ সেনাবাহিনীর সহকারী কোচ সিরাজুল ইসলাম বলেন, ‘চূড়ান্ত খেলা। সেটাকে সামনে রেখে আমরা প্রস্তুত। নেভি খুবই ভালো দল। তাদের দলে অনেক জাতীয় দলের খেলোয়াড় রয়েছে। আশা করছি তাদের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করতে পারব এবং ট্রফি নিয়ে যেতে পারব। ’
সেনাবাহিনীর অধিনায়ক আবু সালাম বলেন, ‘মার্সেল বিজয় দিবস হকির ফাইনালে আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ নৌবাহিনী। আমরা প্রায় সবগুলো টুর্নামেন্টেই অংশ নেওয়ার চেষ্টা করি এবং ভালো ফলও করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি ভালো খেলা উপহার দিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। ’
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাট ও বস্ত্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলন্দাজ বাবেল, এমপি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
এবারের এই মার্সেল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলোর পাশাপাশি বিকেএসপি ও চট্টগ্রামের একটি দল অংশ নিয়েছিল। ছয়টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ‘ক’ গ্রুপে ছিল বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। ‘খ’ গ্রুপে ছিল বিকেএসপি, বাংলাদেশ বিমান বাহিনী ও চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম।
‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। আর ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ বিমানবাহিনী ও বিকেএসপি। সেমিফাইনালে বিমানবাহিনীকে হারিয়ে সেনাবাহিনী ও বিকেএসপিকে হারিয়ে নৌবাহিনী ফাইনালে ওঠে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি