তারই ফলস্বরূপ প্রতিযোগিতার সেরা অ্যাটাকার হয়েছেন সেনাবাহিনীর মো. ইমদাদ। সেরা স্টোপার মো. মহসিন এবং সেরা লিবারো হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মোহাম্মদ আলী।
এদিন শিরোপা নির্ধারণী খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ২৫-১৯, ২৫-২২, ২৫-২৩ পয়েন্টে (৩-০ সেটে) পরাজিত করে বাংলাদেশ সেনাবাহিনী। স্থান নির্ধারণী খেলায় তিতাস ক্লাব নির্ধারিত সময়ে মাঠে অনুপস্থিত থাকায় বাংলাদেশ নৌ বাহিনী প্রতিযোগিতাটির তৃতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়াল্টন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন-আনোয়ারন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনে সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ফজলে রাব্বি বাবুল, ফেডারেশনের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সদস্য সেলিম নকিব পাশা ও খন্দকার ইদ্রিস আলী।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ২০ হাজার টাকা, প্রথম রানার্সআপ দলকে ১২ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে আট হাজার টাকা, সেরা খেলোয়াড়দের তিন হাজার টাকা করে প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
জেএইচ/এমএমএস