ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সম্ভাবনা নিয়ে শেষ হলো সাইক্লিং প্রতিযোগিতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সম্ভাবনা নিয়ে শেষ হলো সাইক্লিং প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেট-ফুটবল-হকির জোয়ারে অতল গহব্বরে পড়ে রয়েছে আরেকটি নাম সাইক্লিং। নেই কোন ডামাডোল। রংহীন এই সাইক্লিং নিয়েও স্বপ্নাতুর চোখ শিশু-তরুণ-যুবকদের। অনেকেরই প্রথম পছন্দ সাইক্লিং। বড় সম্ভাবনা নিয়েই শেষ হলো তিনদিন ব্যাপী ৩৮ম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০১৭।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন হয়।

তিনদিনের এই সাইক্লিং প্রতিযোগিতা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন সভাপতি জনাব মিজানুর রহমান মানু, সাধারণ সম্পাদক জনাব পারভেজ হাসানসহ ফেডারেশনের সম্মানীত সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া উপ-মন্ত্রী জনাব আরিফ খান জয় প্রতিযোগিতার উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় শেষ দিন মোট ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৪০০০ মিটার একক পারস্যুট (পুরুষ) বিভাগে প্রথম হয়েছেন বিজেএমসির মোঃ ইয়াসিন হোসেন। দ্বিতীয় হয়েছেন শ্রী রিপন কুমার বিশ্বাস, তৃতীয় জুয়েল রানা।

২০০০ মিঃ একক পারস্যুট (মহিলা) প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণা বর্মন, দ্বিতীয় নিশি খাতুন এবং তৃতীয় কবিতা রায়।

১৫০০০ মিঃ স্ক্র্যাচ রেস (পুরুষ) বিভাগে প্রথম হয়েছেন বিজেএমসির মেহেদী হাসান জুয়েল, দ্বিতীয় হাদী আলম ও তৃতীয় হাসান আলী।

৪০০০ মিঃ স্ক্র্যাচ রেস (মহিলা) বিভাগে প্রথম হয়েছে আনসারের নাবিলা ইসলাম মালা, দ্বিতীয় সাথী বিশ্বাস ও তৃতীয় ফাতেমা খাতুন।

৪০০০ মিঃ টিম টাইম ট্রায়াল (পুরুষ, দলগত) বিভাগে প্রথম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। দ্বিতীয় বাংলাদেশ আনসার ও তৃতীয় সেনাবাহিনী।

২০০০ মিঃ টীম টাইম ট্রায়াল (মহিলা, দলগত) প্রথম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, দ্বিতীয় বিজেএমসি ও তৃতীয় আনসার।

৩ দিনের চূড়ান্ত পদক তালিকাঃ
বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি-৮ স্বর্ণ, ৯ রৌপ্য, ৪ তামা, মোট পদক ২১টি)
বাংলাদেশ সেনা বাহিনী (৮, ৩, ১০ মোট ২১টি)
বাংলাদেশ আনসার (৬, ৪, ৫ মোট ১৫টি)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১, ৪, ২ মোট ৭টি)
নড়াইল জেলা ক্রীড়া সংস্থা (দু’টি পদক)
খুলনা জেলা ক্রীড়া সংস্থা (দু’টি পদক)
ঢাকা জেলা ক্রীড়া সংস্থা (দু’টি পদক)

৩ দিনের চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, পদক তালিকায় বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী উভয় দল ২১টি করে পদক জিতে পদক তালিকার শীর্ষে আবস্থান করছে। বাংলাদেশ আনসার ১৫টি পদক জিতে ২য়, বর্ডার গার্ড বাংলাদেশ ৭টি পদক জিতে ৩য় স্থানে হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।