ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডেভিস কাপ খেলতে ঢাকা ত্যাগ করলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
ডেভিস কাপ খেলতে ঢাকা ত্যাগ করলো বাংলাদেশ ছবি: সংগৃহীত

আগামী ৩ এপ্রিল থেকে বাহরাইনে শুরু হতে যাওয়া ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া প্রি-কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিতে শুক্রবার (৩১ মার্চ) ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক জনাব মঈনউদ্দিন ওয়ালিউল্লাহের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। দলের খেলোয়াড়রা হচ্ছেন: শ্রী অমল রায়, মোহাম্মদ মামুন বেপারী, ফারুক হোসেন ও মো: জুয়েল রানা।

আগামী ৩-৭ এপ্রিল পর্যন্ত বাহরাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, কম্বোডিয়া, ইরাক, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, মায়ানমার, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, তাজিকিস্তান ও ইয়েমেন অংশগ্রহণ করবে।

২ এপ্রিল ক্যাপ্টেনস মিটিং অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল হতে প্রতিযোগিতা শুরু এবং ৭ এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশ দল ৮ এপ্রিল দেশে প্রত্যাবর্তন ফিরবে। গালফ এয়ার বাংলাদেশ ডেভিস কাপ দলের অফিসিয়াল পার্টনার।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।