সম্প্রতি ২০১৫ সালের ডোপিং লঙ্ঘনের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ওয়াডা। সেখানে তিনে রয়েছে ভারত।
প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ডোপিং সংস্থাগুলোর কাছ থেকে পরীক্ষাগারের প্রাপ্ত রিপোর্ট সংগ্রহ করার পরে এই তালিকা প্রকাশ করা হয়েছে ওয়াডার তরফ থেকে। যে অ্যাথলেটরা দোষী সাব্যস্ত হয়েছেন, তারা ২০১৫ সালে নিয়ম-নীতি লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
ভারতীয় ক্রীড়ার আরও খারাপ খবর হলো যে, ২০১৩ ও ২০১৪ সালে যতজন ডোপিং নীতি ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছিলেন, চলতি বছরের পরিসংখ্যানে সেই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ ও ২০১৪ সালে এই সংখ্যাটা ছিল যথাক্রমে ৯১ ও ৯৬ জন, সেখানে চলতি পরিসংখ্যানের অঙ্ক ১১৭।
১১৭ জনের মধ্যে দু’জনের নমুনায় নিষিদ্ধ বস্তুর সন্ধান না পাওয়া গেলেও তারা নির্দিষ্ট সময়ে ব্যক্তিগত রিপোর্ট জমা দেননি বলে অভিযোগ আছে। বাকি ১১৫ জনের মধ্যে ৭৮ জন পুরুষ অ্যাথলেট এবং ৩৭ মহিলা অ্যাথলেট রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
এমএমএস