ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বক্রীড়ায় জঘন্যতম স্থানে তৃতীয় ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বিশ্বক্রীড়ায় জঘন্যতম স্থানে তৃতীয় ভারত বিশ্বক্রীড়ায় জঘন্যতম স্থানে তৃতীয় ভারত-ছবি:সংগৃহীত

বিশ্বের অন্যতম অধীক জনসংখ্যার দেশ হিসেবে পরিচিত ভারত। তবে বিশ্বক্রীড়ায় সেরকম উল্লেখযোগ্য সাফল্য নেই দেশটির। অলিম্পিকের পদক জয়ের রেখাচিত্র সামনে রাখলেই তা পরিষ্কার হয়ে যায়। তবে ডোপিং (নিষিদ্ধ বস্তু সেবন) এর নিয়ম লঙ্ঘন করার পরিসংখ্যানে ভারত প্রথম তিনেই রয়েছে।

সম্প্রতি ২০১৫ সালের ডোপিং লঙ্ঘনের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ওয়াডা। সেখানে তিনে রয়েছে ভারত।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ভারতের ১১৭ জন ক্রীড়াবিদকে ডোপিং বিধান লঙ্ঘন করার জন্য শাস্তি পেতে হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া (১৭৬) এবং দ্বিতীয় স্থানে ইতালি (১২৯)। তার আগের দু’বছর ২০১৩ ও ২০১৪ সালেও তৃতীয় স্থান ‘অর্জন’ করেছিল ভারত!

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ডোপিং সংস্থাগুলোর কাছ থেকে পরীক্ষাগারের প্রাপ্ত রিপোর্ট সংগ্রহ করার পরে এই তালিকা প্রকাশ করা হয়েছে ওয়াডার তরফ থেকে। যে অ্যাথলেটরা দোষী সাব্যস্ত হয়েছেন, তারা ২০১৫ সালে নিয়ম-নীতি লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।

ভারতীয় ক্রীড়ার আরও খারাপ খবর হলো যে, ২০১৩ ও ২০১৪ সালে যতজন ডোপিং নীতি ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছিলেন, চলতি বছরের পরিসংখ্যানে সেই সংখ্যাটা তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ ও ২০১৪ সালে এই সংখ্যাটা ছিল যথাক্রমে ৯১ ও ৯৬ জন, সেখানে চলতি পরিসংখ্যানের অঙ্ক ১১৭।

১১৭ জনের মধ্যে দু’জনের নমুনায় নিষিদ্ধ বস্তুর সন্ধান না পাওয়া গেলেও তারা নির্দিষ্ট সময়ে ব্যক্তিগত রিপোর্ট জমা দেননি বলে অভিযোগ আছে। বাকি ১১৫ জনের মধ্যে ৭৮ জন পুরুষ অ্যাথলেট এবং ৩৭ মহিলা অ্যাথলেট রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।