প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা, ছবি: বাংলানিউজ
খুলনা: খুলনায় স্পিড ক্যারাম চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুক্রবার (০৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। মহানগরীর রূপসা সেতু প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের ৪০টি ক্লাবের মোট ৮০টি দল এ ক্যারাম প্রতিযোগিতায় অংশ নেবে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজর ব্র্যান্ড মার্কেটিং এজিএম মোহাম্মদ মাইদুল ইসলাম।
তিনি বলেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য ২০ হাজার ও রানারআপ দলের জন্য ১০ হাজার টাকা এবং আকর্ষণীয় ট্রফি পুরষ্কার থাকছে।
প্রতিযোগিতা শেষে একই স্থানে থাকবে উন্মুক্ত কনসার্ট। আয়োজন সফল করার লক্ষ্যে খুলনা বিভাগে মাসব্যাপী মাঠ পর্যায়ে ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ৪০টি ক্লাব থেকে ৮০টি দল বাছাই করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (ইভেন্ট) আজম বিন তারেক, সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড মার্কেটিং) আলিফ আল মোহাম্মদসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমআরএম/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।