প্রথমদিন পঞ্চগড় (৬০৪ জন), ভোলা (২৯০ জন), মানিকগঞ্জ (৭৬৫ জন) ও নরসিংদী (৬০৭ জন) জেলায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে।
চার জেলায় মোট ২২৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপির ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে। ২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপির দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ঠাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলার জেলা স্টেডিয়ামে প্রাথমিক বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি