বাংলা চ্যানেলের আবিস্কারক কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হক (১৯৪৯-২০১৩) স্মরণে আয়োজিত এই সাঁতারে এবার পাঁচজন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কথা থাকলেও একজন শারীরিক অসুস্থতার কারণে পাড়ি দিতে পারেননি। যে চারজন সফলভাবে ম্যারাথন সাঁতার সম্পন্ন করেছেন তাদের মধ্যে দলনেতা লিপটন সরকার ৪ ঘন্টা ৪০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন।
আরেক সাঁতারু ফজলুল কবির সিনাও ৪ ঘন্টা ৪০ মিনিটে চ্যানেল পাড়ি দেন। তিনি এ নিয়ে পঞ্চমবারের মতো ম্যারাথন সাঁতারে অংশ নিলেন। ছয়-ছয়বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান সকাল ৯.৪০ মিনিটে সাঁতার শুরু করে ১.৩০ মিনিটে শেষ করেন। আরেক সাঁতারু শামছুজ্জামান আরাফাত ৪ ঘন্টা ১০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন। তিনি এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।
সাঁতারের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন লিপটন সরকার। নেভিগেশন ও রেসকিউ টিম লিডারের দায়িত্ব পালন করেছেন সাজ্জাদ খান রনি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৭
এমআরপি