ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হকি চ্যাম্পিয়নশিপ খেলছেন মিমো-নিলয়রা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
হকি চ্যাম্পিয়নশিপ খেলছেন মিমো-নিলয়রা! হকি চ্যাম্পিয়নশিপ খেলছেন মিমো-নিলয়রা!

শৃঙ্খলাজনিত কারণে অনেকদিন থেকে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে আছে দেশের সেরা দুই হকি খেলোয়ার যুবায়ের হাসান নিলয় ও পুস্কর খিসা মিমোর। তবে এবার আসন্ন হকি চ্যাম্পিয়নশিপ দিয়ে মিলতে পারে জাতীয় দলের টিকিট। দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে খেলায় কোনো বাধা থাকছে না।

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলানিউজকে জানান, 'মিমো-নিলয় খেলতে পারবে। তাদের কোনো সমস্যা দেখছি না।

'

তবে কিছুদিন আগে জাতীয় দরের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আসন্ন হকি চ্যাম্পিয়নশিপে জিমির খেলতে পারার বিষয়ে জটিলতা লক্ষ্য করা গেছে। আত্মপক্ষ সমর্থন করার পর জিমির বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি ফেডারেশন। এতে ঝুলে আছে চ্যাম্পিয়নশিপে জিমির খেলার সিদ্ধান্ত।

সাধারণ সম্পাদক জানান, 'জিমিকে নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তার বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। '

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই ঘোষিত বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন হাসান যুবায়ের নিলয় ও পুস্কর খিসা মিমো। এ কারণে দেশে হয়ে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগে জাতীয় দলের স্কোয়াডে তাদের রাখেনি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) আশা করছে ৩২ থেকে ৪০টি দল এ আসরে অংশ নেবে। জেলা, সার্ভিসেস সংস্থা, শিক্ষা বোর্ড এবং বিকেএসপি অংশ নেবে এ আসরে। যদিও বাহফে এর আগে সিদ্ধান্ত নিয়েছিল আসরটি আরও পরে আয়োজনের। কারণ ৩০ খেলোয়াড়কে জার্মানি পাঠিয়ে তাদের সেখানে বিভিন্ন ক্লাবের হয়ে লীগ খেলাতে চায় ফেডারেশন। ওই খেলোয়াড়দের মধ্যে ১৪ জন ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর। তা হলে নৌবাহিনীর পক্ষে কঠিন হবে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া। ফলে ওই পরিকল্পনা থেকে সরে এসে বাহফে আসর শুরুর তারিখ পিছিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।