ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমিতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
সেমিতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি ২০১৭/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বসুন্ধরা স্বাধীনতা কাপ কাবাডি ২০১৭ এর তৃতীয় দিনে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ। বাদ পড়েছে দিনাজপুর, বরিশাল ও মৌলভীবাজার জেলা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের তৃতীয় দিনে ৭টি খেলায় সেমিফাইনালিস্ট ৪টি দল নির্ধারিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ৭৪ পয়েন্টের বিশাল ব্যবধানে দিনাজপুর জেলাকে পরাজিত করে প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে।

সেনাবাহিনীর ১০৬ পয়েন্টের জবাবে দিনাজপুর ৩২ পয়েন্ট স্কোর করে।

বাংলাদেশ নৌবাহিনী ২৫ পয়েন্টের ব্যবধানে বরিশাল জেলাকে পরাজিত করে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে পা রাখে। নৌবাহিনীর ৪৯ পয়েন্টের জবাবে বরিশাল জেলার স্কোর ২৪ পয়েন্ট।

পরের ম্যাচে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ৩৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ জেল। বাংলাদেশ জেলের ৪৮ পয়েন্টের বিপরীতে ফায়ার সার্ভিস ১১ পয়েন্ট স্কোর করে। খেলা শেষে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ জেল উভয়ের ৫ পয়েন্ট থাকা সত্ত্বেও স্কোর ব্যবধানে এগিয়ে থাকায় ‘ক’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশ।

বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান বাহিনী ম্যাচে পুলিশ ৭-২ ব্যবধানে জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধের ৯ মিনিটের সময় রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে বিমান বাহিনী খেলতে অস্বীকৃতি জানায়। বাইলজ অনুসারে রেফারি ১০ মিনিট অপেক্ষা করার পরেও বিমান বাহিনী ম্যাচে না ফেরায় শেষ বাঁশি বাজিয়ে বাংলাদেশ পুলিশকে জয়ী ঘোষণা করেন। এ সময় পুলিশ ৭-২ ব্যবধানে এগিয়ে ছিল।

দিনের অন্যান্য খেলায় বাংলাদেশ ফায়ার সার্ভিস বরিশাল জেলার মুখোমুখি হয়ে ৩৯-২৯ পয়েন্টে জয়লাভ করে। পরের ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী ১৯ পয়েন্টের ব্যবধানে (৪৬-২৭) মৌলভীবাজার জেলাকে হারায়।

বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা থেকে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। বিকাল ৬টা ১০ মিনিটে অপর ফাইনাল নির্ধারণীতে লড়বে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।