প্রতি গ্রুপের শীর্ষ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। ১৮ মে হবে ফাইনাল।
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটিএন বাংলা গত বছরই এক কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাথে। তাদের স্পন্সরে এটি দ্বিতীয় আয়োজন। চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ, রানার্স আপ ৫০ হাজার, তৃতীয় স্থান ২০ হাজার, সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় ১০ হাজার করে অর্থ পুরস্কার দেয়া হবে। উদ্বোধনী ও সমাপনীসহ বেশ কয়েকটি খেলা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
প্রতি জেলায় ৪ জন করে অতিথি খেলোয়াড় খেলাতে পারবে। অতিথি খেলোয়াড়রা একটি দলের সাথে অন্তর্ভুক্ত হলে কোনভাবেই পরবর্তীতে অন্য দলের সাথে যুক্ত হতে পারবেন না। বাহিনীতে যারা চুক্তিবদ্ধ খেলোয়াড় রয়েছেন তারা ২০১৮ পর্যন্ত ঐ বাহিনীর হয়েই খেলতে হবে।
এক্ষেত্রে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতনাদির কাগজপত্র বাহফে টুর্নামেন্ট কমিটির কাছে দাখিল করতে হবে। এ আসরে অনুসন্ধানী চোখ রাখবে সিলেকশন কমিটি। কারো নজরকাড়া পারফরম্যান্স থাকলে জাতীয় দলেও সুযোগ হয়ে যেতে পারে।
বুধবার (২৬ এপ্রিল) বাহফে সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান টুর্নামেন্ট কমিটির সম্পাদক মাহবুব এহসান রানা। এ সময় উপস্থিত ছিলেন বাহফে সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, খাজা রহমত উল্লাহ, সাধারন সম্পাদক আব্দুস সাদেক, যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান।
মওলানা ভাসানী হকি স্টেডিয়াম উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। মেহেরপুরের বিপক্ষে এ উদ্বোধনী ম্যাচে অংশ নেবে নড়াইল সকাল নয়টায়। এরপর দিনব্যাপী আরও তিনটি ম্যাচ হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা ২৬ এপ্রিল ২০১৭
জেএইচ/এমএমএস