ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাব-জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-জান্নাতুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
সাব-জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-জান্নাতুল সাব-জুনিয়র দাবায় শীর্ষে ফাহাদ-জান্নাতুল

সাইফ গ্লোবাল স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে ৫ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

শীর্ষে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ময়মনসিংহের সুব্রত বিশ্বাস, চট্টগ্রামের আকিব জাওয়াদ, ঢাকার তাহসিন তাজওয়ার জিয়া ও সর্নাভো চৌধুরী।

আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সিরাজগঞ্জের নাঈম হক, নাটোরের নূও নেওয়াজ অয়ন ও ঢাকার মোর্তুজা মাহাথির ইসলাম।

বালিকা বিভাগে ৪জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেন জান্নাতুল ফেরদৌস, নরসিংদীর নোশিন আঞ্জুম, ঢাকার ওয়ালিজা আহমেদ ও বরগুনার নুশরাত জাহান আলো।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দাবা কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ফাহাদ মনন রেজা নীড়কে, সুব্রত ইনকিয়াদ হোসেন অর্নবকে, আকিব অমিত বিক্রম রায়কে, তাহসিন মোঃ সাজেদুল হককে, সর্নাভো তাহমিদুল হককে ও মোর্তুজা মাহমুদ শরীফকে পরাজিত করেন। অয়ন নাঈমের সাথে ড্র করেন।

এছাড়া, মহিলা বিভাগে জান্নাতুল নুশরাত জাহান মনিকে, নোশিন মায়েশা মাহজাবিন তিশাকে, ওয়ালিজা উর্বানা চৌধুরীকে এবং আলো ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।