শনিবার (২৯ এপ্রিল) গুলিস্তানস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই কীর্তি করেছে অভিজ্ঞ খেলোয়াড় নির্ভর নৌবাহিনী।
নড়াইল জেলা বিপক্ষে দিনের প্রথম ম্যাচে ৪৩ গোল দিয়েছে নৌবাহিনী।
এর আগেও এই নৌবাহিনী গাজীপুর জেলাকে ৩১ গোলের তেতো স্বাদ দিয়েছিল। দিবেই বা না কেন? জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই যে এই দলে খেলছে।
নৌবাহিনী-নড়াইল ম্যাচ ছাড়াও আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দিনে। রাজশাহীকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পটুয়াখালী। মেহেরপুরকে ৬-১ গোলের ব্যবধানে গাজীপুর ও খুলনাকে ২৭-০ গোলের ব্যবধানে বিশাল হার উপহার দেয় বিমান বাহিনী। দলের শামিম করেছেন ৬ গোল, প্রসেনজিত ও আশিক মাহমুদ ৪টি করে, সাদ্দাম ও মুকিতুল ৩টি করে, মনির ও নাজমুল ২টি করে গোল করেন। কৌশিক করেছেন একটি।
রোববার (৩০ এপ্রিল) চারটি ম্যাচ আছে। খুলনা জেলার বিপক্ষে নামবে রাজশাহী, গাজীপুরের বিপক্ষে নড়াইল, বিমান বাহিনীর বিপক্ষে পটুয়াখালী ও নৌবাহিনীর বিপক্ষে মাঠে নামবে মেহেরপুর।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি