ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৬০ মিনিটে ৪৩ গোল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
৬০ মিনিটে ৪৩ গোল! ৬০ মিনিটে ৪৩ গোল!

দু’দিন আগে মাঠে গড়িয়েছে জাতীয় হকি গোল্ড কাপ। এক বছর বাদে ৩২ দল নিয়ে শুরু হওয়া আসরে রীতিমতো গোলের বন্যা বইছে! গোলবন্যা শুরু করা দলটি হলো নৌবাহিনী। টানা দ্বিতীয় ম্যাচে আবারও গোলের ফুলঝুরি অব্যাহত রেখেছে টুর্নামেন্টের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দলটি।

শনিবার (২৯ এপ্রিল) গুলিস্তানস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই কীর্তি করেছে অভিজ্ঞ খেলোয়াড় নির্ভর নৌবাহিনী।

নড়াইল জেলা বিপক্ষে দিনের প্রথম ম্যাচে ৪৩ গোল দিয়েছে নৌবাহিনী।

সবচেয়ে বেশি ৯ গোল করেছেন দ্বীন ইসলাম ইমন। এছাড়া কৃষ্ণ কুমার ৭ গোল, রিমন কুমার ঘোষ দিয়েছেন ৫ গোল। এই গোলযজ্ঞের ম্যাচে ফজলে হোসেন রাব্বি করেছেন হ্যাটট্রিকসহ ৫ গোল, রোমান সরকার হ্যাটট্রিকসহ ৪ গোল। আর ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, আশরাফুল ইসলাম ও কামরুজ্জামান রানা ৩টি করে গোল গোল করেছেন। জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি করেছেন ১ গোল।

এর আগেও এই নৌবাহিনী গাজীপুর জেলাকে ৩১ গোলের তেতো স্বাদ দিয়েছিল। দিবেই বা না কেন? জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই যে এই দলে খেলছে।

নৌবাহিনী-নড়াইল ম্যাচ ছাড়াও আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই দিনে। রাজশাহীকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পটুয়াখালী। মেহেরপুরকে ৬-১ গোলের ব্যবধানে গাজীপুর ও খুলনাকে ২৭-০ গোলের ব্যবধানে বিশাল হার উপহার দেয় বিমান বাহিনী। দলের শামিম করেছেন ৬ গোল, প্রসেনজিত ও আশিক মাহমুদ ৪টি করে, সাদ্দাম ও মুকিতুল ৩টি করে, মনির ও নাজমুল ২টি করে গোল করেন। কৌশিক করেছেন একটি।

রোববার (৩০ এপ্রিল) চারটি ম্যাচ আছে। খুলনা জেলার বিপক্ষে নামবে রাজশাহী, গাজীপুরের বিপক্ষে নড়াইল, বিমান বাহিনীর বিপক্ষে পটুয়াখালী ও নৌবাহিনীর বিপক্ষে মাঠে নামবে মেহেরপুর।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।