প্রতিযোগিতায় বালক গ্রুপে বিকেএসপি চ্যাম্পিয়ন (৪টি স্বর্ণ ও ২টি তাম্র) ও বাংলাদেশ আনসার রানার আপ ( ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য) হবার গৌরব অর্জন করে। অপরাদিকে বালিকা গ্রুপে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন ( ৪টি স্বর্ণ, ১টি তাম্র) ও বিকেএসপি রানারআপ (১টি স্বর্ণ , ১টি রৌপ্য ও ১টি তাম্র) হবার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বালক গ্রুপে বেস্ট বক্সার হয়েছেন বিকেএসপির হাসিবুল ইসলাম এবং বেস্ট লুজার বাংলাদেশ আনসারের আবু তালহা। অপরদিকে, বালিকা গ্রুপে বেস্ট বক্সার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আনসারের সুমাইয়া ও বেস্ট লুজার হয়েছেন বিকেএসপির ফারজানা।
সমপনী দিনে ফেডারেশনের সভাপতি লে: জেনারেল আজিজ আহমেদ পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। আরও উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো: মোশারফ হোসেন মোল্লা, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, ফেডারেশনের সাধারন সম্পাদক এম. এ কুদ্দুস খান ছাড়াও ফেডারেশন ও বিকেএসপি’র কর্মকর্তাবৃন্দ।
বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১৬) এ প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও বাংলাদেশ আনসার, জেলা ক্রীড়া সংস্থা ও স্বীকৃত বক্সিং ক্লাবসহ ৬৩টি সংস্থার ১৯০ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় বালক গ্রুপে ৭টি ও বালিকা গ্রুপে ৫টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো হচ্ছে জজ ভূঁইয়া গ্রুপ, নরবান গ্রুপ ও সিগমা গ্রুপ। উল্লেখ্য গত ২৮ এপ্রিল প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৭
এমআরপি