মিনহাজ ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। বরিশালের শফিক আহমেদ ৭ পয়েন্ট নিয়ে রানার-আপ হন।
বৃহস্পতিবার (০৪ মে) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় মিনহাজ ভারতের অভিষেক সরকারকে এবং শফিক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন।
সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে শাকিল তৃতীয়, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ চতুর্থ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম পঞ্চম, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ষষ্ঠ, ভারতের শুভ্রদীপ দাস সপ্তম, মোঃ শরীফ হোসেন অষ্টম, ভারতের অভিষেক সরকার নবম এবং এসএম স্মরন দশম স্থান লাভ করেন।
খেলা শেষে বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মিঃ বিজয় কৃষ্ণা দে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। সভাপতিত্ব করেন বরিশাল চেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বেটবল।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি