অন্যদিকে ২ ও ৭ নং গ্রুপ থেকে এর আগেই কোয়ার্টারে উঠেছে নৌবাহিনী ও বিমান বাহিনী।
সেনাবাহিনী ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।
৪ নং গ্রুপে ঢাকা যথাক্রমে হারায় বরিশাল, রাজশাহী জেলা ও দিনাজপুরকে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজশাহী। এক ম্যাচে জিতে ৩ পয়েন্ট নিয়ে দিনাজপুর তৃতীয় স্থানে। বরিশাল প্রতিটি ম্যাচ হেরে তলানীতে।
বৃহস্পতিবার (০৪ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দিনের প্রথম ম্যাচে বরিশালকে ২১-০ গোলের ব্যবধানে হারিয়েছে রাজশাহী। দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহকে ৯-১ গোলের ব্যবধানে পরাজিত করে সিলেট। তৃতীয় ম্যাচে দিনাজপুরকে ৭-২ গোলের ব্যবধানে হারিয়েছে ঢাকা।
দিনের সবচেয়ে বড় জয়টি আসে সেনাবাহিনীর থেকে। রংপুরকে ৩৩ গোলের বন্যায় ভাসিয়েছে টুর্নামেন্টের ফেভারিট দল সেনাবাহিনী। মিলন একাই করেছেন ১৩ গোল। এছাড়া নাইম ৭, জুবায়ের ৪, মালেক ৩, রোকন ২ আর রেজাউল, হাবিব, শফিক একটি করে গোল করেন।
আগামীকাল শুক্রবার (০৫ মে) সাতক্ষীরার বিপক্ষে খেলবে কুড়িগ্রাম, চট্টগ্রামের বিপক্ষে নারায়ণগঞ্জ, ঠাঁকুরগাওয়ের বিপক্ষে ময়মনসিংহ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৪ মে ২০১৭
জেএইচ/এমআরপি