ওপেন বিভাগে তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৭ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেন: গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, জাতীয় খেলোয়াড় পাবনার ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, ময়মনসিংহের সুব্রত বিশ্বাস, অনতা চৌধুরী, সিরাজগঞ্জের মোঃ নাঈম হক, চট্টগ্রামের আকিব জাওয়াদ ও নারায়ণগঞ্জের মনন রেজা নীর।
বালিকা বিভাগে তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৪জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন: বগুড়ার প্রতিভা তালুকদার, তানজিনা আক্তার তানি, নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম, আহমেদ ওয়ালিজা।
শনিবার (০৬ মে) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে সিয়াম আব্দুল্লাহ আল রাইসনকে, ফাহাদ সর্নাভো চৌধুরীকে, সুব্রত সোহেল হাওলাদারকে, নাইম ইনকিয়াদ হোসেন অর্নবকে, আকিব কৌশিক চৌধুরীকে ও নীর তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন। অনতা আব্দুল্লাহ আল মুহিতের বিরুদ্ধে ওয়াকওভার পান।
এদিকে, বালিকা বিভাগে প্রতিভা জান্নাতুল ফেরদৌসকে, ওয়ালিজা ফাতেমা–তুজ-জোহরা শ্রাবনীকে, তানি নোশিন আঞ্জুমকে ও ঝর্না শ্রাবন্তী আক্তার জেরিনকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি