ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বড় জয়ে কোয়ার্টারে ঢাকা ও ময়মনসিংহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ৮, ২০১৭
বড় জয়ে কোয়ার্টারে ঢাকা ও ময়মনসিংহ ছবি: সংগৃহীত

৩১তম জাতীয় হকি গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ জেলা। প্রথমবারের মতো জাতীয় হকিতে প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরিদপুর।

১ ও ৫ নাম্বার গ্রুপ থেকে কোয়ার্টার নিশ্চিত করেছে যথাক্রমে ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ জেলা। উভয়েই তিনটি করে ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে নাম লেখায়।

 

১ নং গ্রুপ থেকে চট্টগ্রাম জেলা ফরিদপুর ও নারায়ণগঞ্জকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, ফরিদপুর এক ম্যাচ জিতে তৃতীয় স্থানে এবং নারায়ণগঞ্জ তিন ম্যাচ হেরে তলানীতে। ৫ নং গ্রুপে কুড়িগ্রাম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, ঠাকুরগাঁও একটিতে জিতে দুইটিতে হেরে তৃতীয় স্থানে এবং সাতক্ষীরা প্রতিটি ম্যাচ হেরে তলানীতে।  

এই গ্রুপে ময়মনসিংহ তিন ম্যাচে ১৮ গোল করে হজম করেছে ৫টি। আর ১ নং গ্রুপে ঢাকা শিক্ষাবোর্ড তিন ম্যাচে ১৩ গোল করে একটি গোল হজম করে। আগামীকাল থেকে শুরু ৬ ও ৮ নং গ্রুপের খেলা। যেটি শেষ হবে ১১ মে।

সোমবার (০৮ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ফরিদপুরের বিপক্ষে জয় পেয়েছে চট্টগ্রাম। ৩-১ গোলের ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়েছে তারা। অতীতে বাদ পড়লেও নূন্যতম কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনালে গিয়ে বাদ পড়েছে। কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে দলটি।

দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরাকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ঠাকুরগাঁও জেলা। তৃতীয় ম্যাচে কুড়িগ্রামকে ৬-২ গোলের ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ময়মনসিংহ।  

দিনের শেষ ম্যাচে নারায়ণগঞ্জকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (০৯ মে) জয়পুরহাটের বিপক্ষে মাঠে নামবে নাটোর, কুমিল্লার বিপক্ষে ফেনী, বাংলাদেশ পুলিশের বিপক্ষে শরিয়তপুর ও বিকেএসপির বিপক্ষে চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ০৮ মে ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।