সাজেদুল ইসলামকে (২৭) নিয়ে ৭৬ রানের অষ্টম উইকেট জুটিতে পারটেক্সের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন তাইজুল। ৫৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন জাতীয় দলের এ নির্ভরযোগ্য স্পিনার।
পারটেক্সের হয়ে ইমরান আলী ও যতিন সাক্সেনা দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট লাভ করেন মামুন হোসেন, নুরুজ্জামান মাসুম, বিশ্বনাথ হালদার ও রাজিবুল ইসলাম।
এর আগে বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পারটেক্স দলপতি ইরফান শুক্কুর। তিন বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৯ রান তোলে তারা। ওপেনার জনি তালুকদার ২৮, সাজ্জাদ হোসেন ৩৬, শুক্কুর ৪০, সাজ্জাদুল হক ২৪, নুরুজ্জামান (রানআউট) ২৩ রান করেন। ৪৬ রান করে অপরাজিত থাকেন রাকিন আহমেদ।
মোহামেডান বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন। তাইজুল ও আসালঙ্কা দু’টি করে আর একটি করে নেন সাজেদুল ইসলাম ও এনামুল হক জুনিয়র।
এবারের আসরে নিজেদের নবম ম্যাচে এসে অষ্টম হারের স্বাদ পেল পারটেক্স। টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের দেখা পেলেও টানা দুই ম্যাচে আবারো হারের বৃত্তে তারা। অন্যদিকে, গত ৮ মে আবাহনীর বিপক্ষে ৩৬৭ রানের টার্গেটে রকিবুলের ১৯০ রানের অবিস্মরণীয় ইনিংসেও জয় পায়নি মোহামেডান। পারটেক্স ম্যাচ দিয়ে ফিরলো জয়ের ধারায়। ৯ ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমআরএম