শুক্রবার (১২ মে) দুপুর ১২টায় বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তারা ভারতে প্রবেশ করেন।
জানা যায়, ৩০ সদস্যের প্রতিনিধি দলে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন।
আগামী ১৪, ১৫ ও ১৬ মে ভারতের ৩৬ গজের ভিল্লাই শহরে এ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ মে দলটি দেশে ফিরবে।
দলনেতা বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএ মামুন প্রতিনিধি দলের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গতবারের চেয়ে তাদের এবারের দল আরো বেশি শক্তিশালী। আমরা আশাবাদী জয়ী হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবো।
এ ধরনের প্রীতিম্যাচ দু’দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মনোভাব জোরদারে বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেডএইচ/জেডএস