ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন ঢাকা বধির হাইস্কুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন ঢাকা বধির হাইস্কুল ক্রীড়া উৎসবে চ্যাম্পিয়ন ঢাকা বধির হাইস্কুল

জাতীয় প্রতিবন্ধবী ক্রীড়া সমিতির (এনএনএসপিডি) ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় সোমবার থেকে শুরু হয় ‘ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০১৭’। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার (১৬ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বধির হাইস্কুল। আর রানার্স-আপ হয়েছে প্রয়াস।

ঢাকা শহরের ২৪টি সংস্থার ৩ শতাধিক বিশেষ শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে জার্সি ও ক্যাপ দেওয়া হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) ও জাতীয় প্রতিবন্ধবী ক্রীড়া সমিতির নির্বাচিত সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধবী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তার ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মেজর মোহাম্মদ ইয়াদ আলী ফকির (অব:) সহ অন্যান্যরা।  

উল্লেখ্য, জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি) ২০০০ সাল থেকে সব ধরণের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। বছরে বেশ কয়েকবার তাদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করে। নানারকম ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছে এবং তাদেরকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।