কর্মশালায় বিকেএসপির ১৭টি ক্রীড়া বিভাগের বিভাগীয় প্রধানগণ তাদের বর্তমান প্রশিক্ষণ কার্যক্রমের কলা-কৌশল উপস্থাপন করেন। প্রশিক্ষকগণ হাই পারফরমেন্সের আলোকে ১৭ বিভাগ থেকে ২০৮জন খেলোয়াড়কে নির্বাচন করেন এবং তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ পরিকল্পনা, হাই পারফরমেন্সের জন্য খেলার সামগ্রী ও উচ্চতর প্রশিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ মো: সারোয়ার ইমরান, বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্রাটেজিক্যাল ডিরেক্টর পল স্মোলি, সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী ও সাইফ স্পোর্টিং ক্লাব লি. এর অ্যাসিস্টেন্ট কোচ মি: রিয়ান।
অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সামছ নির্বাচিত খেলোয়াড়দেরকে হাই পারফরমেন্সের গুরুত্ব উপলব্ধি করে প্রত্যেককে লক্ষ্য অর্জনে আত্মউৎসর্গের উপর জোর দেন। সেই সাথে কোচদের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের পরামর্শ দেন। তিনি হাই পারফরমেন্সে কার্যক্রমের সাফল্য কামনা করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো: মোশারফ হোসেন মোল্লা। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ক্রীড়াবিজ্ঞান) মিসেস নুসরাৎ শারমীন, সকল বিভাগের প্রশিক্ষক-শিক্ষক ও হাই পারফরমেন্স ট্রেনিং প্রোগ্রামের নির্বাচিত খেলোয়াড়রা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি