আর এতেই ১৪ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল বাংলাদেশ সেনাবাহিনী। যদিও ম্যাচে প্রথম থেকেই কঠিন উত্তেজনার ছাপ ছিল।
গুলিস্তানস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩-৩ গোলে ম্যাচ ড্র হলে টাইব্রেকারে পৌঁছায় ম্যাচ। সেই ইত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসে সেনাবাহিনী। ম্যাচের পারদটা যাই হোক সেই দিকে নজর ছিল না সেনাবাহিনীর। ৮ মিনিটে হাসান জুবায়ের নিলয়ের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী।
এরপর ১৭ মিনিটে নৌবাহিনীকে সমতায় ফেরান রোমান সরকার। এর তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে মনোজ বাবুর গোলে আবার এগিয়ে যায় সেনাবাহিনী। তার নয় মিনিট পর আবার নৌবাহিনীর চমক। সমতায় ফেরানো গোল করেন আশরাফুল।
এ যেন প্রতিশোধের ম্যাচই চলছে। তার আট মিনিট পর আবার ব্যবধান বাড়িয়ে নেন জুবায়ের নিলয়। নৌবাহিনীকে হার এড়াতে এবার উদ্ধার করলেন রাসেল মাহমুদ জিমি। ৩৯ মিনিটে গোল করেছেন তিনি। এরপর টাইব্রেকার ৫-৪ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে সেনাবাহিনী।
১৯৭৪ সাল থেকে শুরু হওয়া এ আসরে সবচেয়ে সফল দল বাংলাদেশ সেনাবাহিনী। তারা এ নিয়ে সর্বাধিক ১৪ বার শিরোপা জিতেছে। ১৯৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ ও ৮৮ সালে (১৯৮৭ সালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি) টানা সাতবার (ডাবল হ্যাটট্রিক) চ্যাম্পিয়ন হয়েছিল।
দ্বিতীয় সফল দল ঢাকা জেলা। তারা চ্যাম্পিয়ন হয়েছে ৯ বার। এর মধ্যে টানা চারবার জেতে তারা (১৯৯৭, ৯৮, ৯৯ এবং ২০০২; ২০০০ এবং ২০০১ সালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি)। তবে জাতীয় হকির সর্বশেষ চ্যাম্পিয়ন ফরিদপুর জেলা। তারা এ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তিনবার (১৯৭৬, ২০০৭ এবং ২০১৫)।
৩১ তম জাতীয় হকি গোল্ড কাপের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়। রানারআপ নৌবাহিনীকে দেয়া হয় পঞ্চাশ হাজার টাকা। তৃতীয় স্থানে ঢাকা জেলাকে দেয়া হয় বিশ হাজার টাকা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা শিক্ষাবোর্ডকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ঢাকা জেলা।
টুর্নামেন্ট সেরা হয়েছেন সেনাবাহিনীর শফিকুল ইসলাম। তাকে দশ হাজার টাকা দেয়া হয়। সর্বোচ্চ গোলদাতাও সেনাবাহিনীর মিলন হোসেন। টুর্নামেন্ট জুড়ে ৩৫টি গোল করেন তিনি। তাকেও দশ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জনাব মশিউজ্জামান সেরনিয়াবাত, পৃষ্ঠপোষক এটিএন বাংলার উপদেস্টা জনাব নওয়াজেশ আলী খান। এসময় আরো উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো: মাহবুব এহসান রানা ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১৮ মে, ২০১৭
জেএইচ/এমআরএম