ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার চুক্তি স্বাক্ষর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
ওয়ালটন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার চুক্তি স্বাক্ষর ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার খেলাধুলাকে এগিয়ে নিতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের একটি দুই বছরের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২০ মে) কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আর কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংস্থার সাধারণ সম্পাদক অনুপ রড়ুয়া অপু।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলি হোসেন।

দুই বছরের এই চুক্তি অনুযায়ী ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন বিচ নারী ফুটবল, ওয়ালটন বিচ পুরুষ ফুটবল, বিচ ক্লিনিং কর্মসূচি, ডিসি সাহেবের বলি খেলা ও ওয়ালটন জেলা প্রশাসক গোল্ডকাপসহ বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। চলতি বছরের পর ২০১৮ সালেও পাঁচটি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২০ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।