অপরদিকে মহিলা বিভাগে ৩-০ সেটে বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
সোমবার(৩১ জুলাই) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত 'শাহজালাল ইসলামী ব্যাংক জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০১৭' এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এদিকে পুরুষ বিভাগ থেকে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ সেটে তিতাস গ্যাসকে এবং মহিলা বিভাগে রাজশাহী জেলা ৩-১ সেটে চট্টগ্রামকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে বাংলাদেশ সার্ভিসেস, সংস্থা, জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাছাইকৃত ২০টি দল অংশগ্রহণ করে।
জাতীয় ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার 'সবার জন্য খেলা' এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে স্টেডিয়াম থাকা সত্বেও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম গড়ে তুলছে। সমাজের প্রতিটি জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সচেষ্ট বলে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, আমাদের সময় ক্রীড়াপাতা সপ্তাহে একদিন বের হতো। তরুণ সমাজের জন্য এখন প্রতিদিন খবরের কাগজে একটি করে ক্রীড়াপাতা থাকে। তা দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। ক্রীড়া একটি নেশা। এই ক্রীড়া সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে পারে। ক্রীড়াই পারে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে। কারণ এটা একটা নেশা। যখন কেউ এটাকে নেশা হিসেবে নেবে তখন তার মাদকের নেশা থাকবে না। তাই লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে।
সমাজের বিত্তবানদের তারুণ্যের পৃষ্টপোষক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, টাকা আর সম্পদ উপার্জনের পাশাপাশি তা খরচ করার পথ বের করতে হবে। কথায় আছে 'আল্লাহ জন বুঝে ধন দেন'। তাই তরুণ সমাজকে সালস্কৃতিক ও ক্রীড়ায় উৎসাহিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এ সময় প্রধান অতিথি চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন এবং প্রতিটি দলের খেলোয়ারকে মেডেল পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এএম/এমআরপি