১২টি দলকে নিয়ে আয়োজিত ৫দিন ব্যাপী এই টুর্নামেন্ট ১০ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এমপি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম, ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মকবুল হোসেনসহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগণ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা ক্রীড়া সংস্থা। ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ২৬-৬ গোলে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১১-৪ গোলে এগিয়ে ছিল।
তার আগে সকাল ৯টায় অনুষ্ঠিত খেলায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ১৪-২ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সং¯হাকে পরাজিত করে। প্রথমার্ধে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৬-১ গোলে এগিয়ে ছিল। সকাল ১০টায় অনুষ্ঠিত খেলায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ১০-১ গোলে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা দল ৬-১ গোলে এগিয়ে ছিল।
দুপুর ১২টায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা বনাম দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা খেলাটি ৪-৪ গোলে ড্র হয়। প্রথমার্ধে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৪-১ গোলে এগিয়ে ছিল। দুপুর আড়াইটায় অনুষ্ঠিত খেলায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ১৫-১৪ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ৪-৭ গোলে পিছিয়ে ছিল।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৭
এমআরপি