ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কায় সাইফের জয়, বার্সায় নাসিরের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
শ্রীলঙ্কায় সাইফের জয়, বার্সায় নাসিরের ড্র বামে সাইফ স্পোর্টিং ক্লাব

শ্রীলঙ্কার সিটরাস হিক্কাদুভায় অনুষ্ঠানরত এশিয়ান দাবা ক্লাব চ্যাম্পিয়নস লিগ-২০১৭’তে নিজেদের তৃতীয় খেলায় বাংলাদেশের সাইফ স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে অস্টেলিয়ার সিডনি চেস ক্লাবকে পরাজিত করেছে।

রোববার (০৬ আগস্ট) অনুষ্ঠিত এ খেলায় সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে সিডনি চেস ক্লাবের ফিদে মাস্টার জোনস লি ও ফিদে মাস্টার জোনস ব্রেইনকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সিডনি চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার লেন গ্যারির সাথে ড্র করেন।

সাইফ স্পোর্টি ক্লাবের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব সিডনি চেস ক্লাবের গ্র্যান্ড মাস্টার ইলিংগ্রোথ ম্যাক্সের কাছে হেরে যান। সাইফ স্পোর্টিং ক্লাব ৩ খেলায় ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

সোমবার (০৭ আগস্ট) সাইফ স্পোর্টিং ক্লাব শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে।

এদিকে, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠানরত ৪৩তম ওবেরট ইন্টারন্যাশনাল সিউটেটে ডি বাডালোনা এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ৪ খেলায় আড়াই পয়েন্ট অর্জন করেছেন।

ফিদে মাস্টার নাসির গনজালিস ভেরিকাট সেরগিওর বিপক্ষে ড্র করেন। পরের রাউন্ডে নাসির ভারতের ফিদে মাস্টার পুরুশোত্তমান থিরুমালাইয়ের সাথে খেলবেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।