তিনি বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা। ৯ দিন চলবে এই প্রতিযোগিতা।
এ বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় জাতীয় মহিলা দাবায় আমরা ওয়ালটন পরিবার পৃষ্ঠপোষকতা করতে সম্মত হয়েছি। ’
তিনি আরও যোগ করেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শুরু হবে ওয়ালটন জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা। আমরা চাই নারীরা সবক্ষেত্রেই এগিয়ে যাক। সে কারণেই ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, বক্সিং, কুস্তি, দাবা, টেনিস, ভলিবল, রাগবি, বেসবল থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশন কর্তৃক নারীদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। নারীদের এই অগ্রযাত্রা ও অগ্রগামিতা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করছি। নারীরা সঠিকভাবে পৃষ্ঠপোষকতা পেলে তারাও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস। ’
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৭
এমআরপি