ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাতটি স্বর্ণ জিতে সেরা নৌবাহিনীর সাগর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
সাতটি স্বর্ণ জিতে সেরা নৌবাহিনীর সাগর ছবি: সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী ‘সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৭’ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকার বনানীস্থ নৌসদর দপ্তর সুইমিং পুলে সমাপ্ত হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে আজ সেনা সদরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্ট উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

পাঁচদিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী মোট ১৬টি সোনা জয় করে শীর্ষস্থান অর্জন করেছে।

এছাড়াও, নৌবাহিনী ১১টি রৌপ্য এবং ০৭টি ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় সেনাবাহিনী মোট ৭টি সোনা, ১২টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় স্থান ও বাংলাদেশ বিমান বাহিনী চারটি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মাহফিজুর রহমান সাগর, এসসিপিও (মিউজ) বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে মোট সাতটি স্বর্ণ পদক লাভ করে সেরা খেলোয়াড় বিবেচিত হন।

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সামরিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।