প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ফয়সাল আহমেদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ১৯ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেন ২ ঘণ্টা ১২ মিনিট।
দ্বিতীয় হওয়া নৌবাহিনীর পলাশ চৌধুরী সময় নেন ২ ঘণ্টা ১৬ মিনিট এবং তৃতীয় স্থান অর্জনকারী সেনাবাহিনীর সৈনিক জুয়েল আহম্মেদ সময় নেন ২ ঘণ্টা ১৬ মিনিট ০১ সেকেন্ড।
অন্যদিকে মহিলাদের ১৯ কিলোমিটার ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু নাজমা খাতুন ২ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান, নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ২ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে চতুর্থ স্থান এবং সেনাবাহিনীর সৈনিক নাঈমা আক্তার নবম স্থান লাভ করেন।
এছাড়া পুরুষদের ৮১ কিলোমিটার ইভেন্টে নৌবাহিনীর আশিকুর রহমান চতুর্থ এবং সেনাবাহিনীর এনসি (ই) আসিফ রানা নবম স্থান অধিকার করেন।
গত ২৭ আগষ্ট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় বাংলাদেশ হতে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, সুইডেন, স্পেন এবং থাইল্যাল্ডের মোট ১০৭ জন সাঁতারু অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি