ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

মালয়েশিয়ায় ভালো অবস্থানে বাংলাদেশি দাবাড়ুরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, আগস্ট ২৯, ২০১৭
মালয়েশিয়ায় ভালো অবস্থানে বাংলাদেশি দাবাড়ুরা ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অনুষ্ঠানরত ১৪তম মালয়েশিয়ান দাবা ফেস্টিভালের দাতো আর্থার তান ইন্টারন্যাশনাল ওপেন চেস চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ খেলায় ২ পয়েন্ট করে পেয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডে জিয়া ভিয়েতনামের ফিদে মাস্টার দাং হোয়াং সনের কাছে হেরে যান ও ফাহাদ মালয়েশিয়ার চিয়াহ কাহ হোকে পরাজিত করেন।

তৃতীয় রাউন্ডে জিয়া ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিক মাস্টার সান দিয়াগো মারি এনটোইনিটিকে ও ফাহাদ ভারতের সুপ্রিয়া জোসিকে পরাজিত করেন।

এবারের ইভেন্টে ১৭ টি দেশের ২০জন গ্র্যান্ড মাস্টার, ৫ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৭২ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

অপরদিকে রেটিং ইভেন্ট গোল্ডিস মালয়েশিয়া চেস চ্যালেঞ্জ-২০১৭ এ মোহাম্মদ আমির আলী রানা ও তাহসিন তাজওয়ার জিয়া ৩ খেলায় আড়াই পয়েন্ট করে নিয়ে অন্য ৭ জনের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডে রানা মালয়েশিয়ার হায়রুল মুহদ আইহান মানসিজের সাথে ও তাহসিন মালয়েশিয়ার নূর আকবর দানিয়েল ইস্কান্দারের সাথে ড্র করেন।

তৃতীয় রাউন্ডে রানা মালয়েশিয়ার নূর আকবর দানিয়েল ইস্কান্দারকে ও তাহসিন মালয়েশিয়ার হায়রুল মুহদ আইহান মানসিজকে পরাজিত করেন। ১৪টি দেশের ২০৫ জন খেলোয়াড় গোল্ডিস মালয়েশিয়া চেস চ্যালেঞ্জ-২০১৭ এ অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।