স্ট্যান্ডার্ড দাবায় ফিদে মাস্টার ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করে অপরাজিত থেকে সকল গ্রুপের মধ্যে সম্মিলিতভাবে রানার-আপ এবং ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপ এ শীর্ষে থেকে স্বর্ণ পদক পান।
অপরদিকে নীড় ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে স্বর্ণ পদক পান।
রোববার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড দাবার নবম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের চান্দ্রেয়ী হাজরার সাথে ও নীড় শ্রীলঙ্কার উপনন্দা সাসমিতার সাথে ড্র করেন।
বিকেলে অনুষ্ঠিত হয় এ চ্যাম্পিয়নশিপের বিদ্যুৎ গতি দাবা ইভেন্ট। বিদ্যুৎ গতি দাবা ইভেন্টেও ফিদে মাস্টার ফাহাদ ও নীড় উভয়েই স্ব-স্ব গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছেন। ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে ফাহাদ ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এবং ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে নীড় ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে বিদ্যুৎ গতি দাবার স্বর্ণ পদক পান।
ইতোপূর্বে গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত রেপিড দাবায় ফিদে মাস্টার ফাহাদ ও নীড় উভয়ে রৌপ্য পদক পেয়েছিলেন। এশিয়ার ৭টি দেশের ১৮৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। ফাহাদ ও নীড়ের এ ইভেন্টে অংশগ্রহণের যাবতীয় ব্যয় বাংলাদেশ দাবা ফেডারেশন বহন করেছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি