ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অক্টোবরে প্রথম বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
অক্টোবরে প্রথম বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা অক্টোবরে প্রথম বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭’।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিচ শরীরগঠন প্রতিযোগিতা, বিচ ফুটবল, বিচ টেনিস, বিচ কুস্তি, বিচ ভলিবল, বিচ কাবাডিসহ প্রতি বছর বেশ কিছু প্রতিযোগিতা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়। সেই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা আয়োজন করতে চাচ্ছি। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য ওয়ালটন গ্রুপের কাছে প্রস্তাব দিয়েছি। তারা সেটি গ্রহণ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে প্রথম বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে ওয়ালটন গ্রুপের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। ’

ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ সবকিছুতেই পাইওনিয়ার হওয়ার চেষ্টা করি। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন যেহেতু প্রথমবারের মতো বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা আয়োজন করতে প্রস্তাব দিয়েছে সেহেতু এই আয়োজনের সঙ্গে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বিচ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৭। কক্সবাজারে নানা টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারকে প্রমোট করার চেষ্টা করে যাচ্ছি। প্রমোট করার চেষ্টা করছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।