ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তুর্কমিনিস্তান গেল বাংলাদেশ কুস্তি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
তুর্কমিনিস্তান গেল বাংলাদেশ কুস্তি দল ছবি: সংগৃহীত

তুর্কমিনিস্তানের আশগাবাদে অনুষ্ঠিত হচ্ছে ৫ম এশিয়ান ইনডোর এন্ড মার্শাল গেমস। এই গেমসে অংশ নিতে তুর্কমিনিস্তান গিয়েছে পাঁচ সদস্যের বাংলাদেশ কুস্তি দল।

পাঁচ সদস্যের বাংলাদেশ কুস্তি দলে রয়েছেন ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জজয়ী শিরিন সুলতানা, আব্দুর রশিদ, আলী আমজাদ ও দীপু। ম্যানেজার ও কোচ হিসেবে আছেন মেজবাহ উদ্দিন আজাদ ও আব্দুল মবিন।

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে বাংলাদেশ কুস্তি দলকে।

কুস্তি দলকে শুভকামনা জানিয়ে ওয়ালটন গ্রুপের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তিতে আমাদের শিরিন ব্রোঞ্জ পদক জিতেছেন। আশা করছি এই গেমসেও কুস্তি দল পদক নিয়ে আসবে। তুর্কমিনিস্তানগামী বাংলাদেশ কুস্তি দলের জন্য ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। তারা সুস্থভাবে সেখানে যাক ও ফিরে আসুক সেই কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।