ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১৫ বিশ্ববিদ্যালয়ের ২০ দাবা দলের লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
১৫ বিশ্ববিদ্যালয়ের ২০ দাবা দলের লড়াই শুরু ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের আয়োজনে এবং বার্জার পেইন্টস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বার্জার ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর খেলা শুরু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) হতে মহাখালীস্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১নং ভবনের অডিটোরিয়ামে শুরু হয় প্রতিযোগিতাটি।

খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বার্জার পেইন্ট বাংলাদেশের মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার এ, কে, এম, সাদেক নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইভেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

১৫টি বিশ্ববিদ্যালয়ের ২০টি দাবা দল এ ইভেন্টে অংশ নিচ্ছে। প্রথম রাউন্ডের খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায় ৪-০ পয়েন্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়কে, খুলনা বিশ্ববিদ্যালয় ৪-০ পয়েন্টে গভর্মেন্ট কমার্স কলেজ অব চিটাগাংকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪-০ পয়েন্টে গ্রিন ইউনির্ভাসিটিকে, ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ-২ ৪-০ পয়েন্টে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিকে, ব্র্যাক ইউনির্ভাসিটি ব্লু ২.৫-১.৫ পয়েন্টে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিকে, বুয়েট-১ ২.৫-১.৫ পয়েন্টে বুয়েট-২ কে পরাজিত করে।

এছাড়া, ব্র্যাক ইউনির্ভাসিটি গ্রিন ২-২ পয়েন্টে ঢাকা ইউনির্ভাসিটির সাথে, ব্র্যাক ইউনির্ভাসিটি রেড ২-২ পয়েন্টে ঢাকা ইউনির্ভাসিটি -২ এর সাথে, ইনডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ-১ ২-২ পয়েন্টে ইস্টার্ন ইউনির্ভাসিটির সাথে, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস ২-২ পয়েন্টে ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর সাথে ড্র করে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।