মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে রাজশাহী ৩৬-৭ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮টি জেলা অংশ নেয়।
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা বুধবার (৪ অক্টোবর) থেকে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে। সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসএস/এএ