শুক্রবার (৬ অক্টোবর) বিভিন্ন স্কুলের ২৩০ জন ছাত্র-ছাত্রী এ ইভেন্টে অংশগ্রহণ করেন। কেজি হতে পঞ্চম শ্রেণি বালকদের গ্রুপে চ্যাম্পিয়ন হন মুর্তোজা মাহতাদি ইসলাম।
কেজি হতে পঞ্চম শ্রেণির ছাত্রীদের গ্রুপে ৫ খেলায় ৪ পয়েন্ট পেয়ে নুশরাত জাহান মনি চ্যাম্পিয়ন, শ্রাবন্তী আক্তার জেরিন রানার-আপ ও নুশরাত জাহান আলো তৃতীয় হন। ষষ্ঠ হতে দশম শ্রেণির ছাত্রীদের গ্রুপে নোশিন আঞ্জুম ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন, চার পয়েন্ট করে নিয়ে রুমাইসা হায়দার রানার-আপ, জান্নাতুল ফেরদৌস তৃতীয় ও উর্বানা চৌধুরী চতুর্থ হন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদার, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান পলাশ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি