না ফেরার দেশে খাজা রহমতউল্লাহ
বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্প্রতি বাংলাদেশে হয়ে গেল এশিয়া কাপ হকির মেগা টুর্নামেন্ট। ৩২ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকির দশম আসর।
মাত্র দুদিন আগে শেষ হওয়া এই আসরকে নিয়ে ব্যস্ত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের এই সহ-সভাপতি। বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক এই খেলোয়াড় ও অধিনায়কের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর।
জানা যায়, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খেলোয়াড়ি জীবনে তিনি আবাহনীতে খেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। স্বপ্নের এশিয়া কাপের সফল সমাপ্তি ঘটিয়েই না ফেরার দেশে পাড়ি দিলেন সাবেক এই কৃতি খেলোয়াড়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।