ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নারী হ্যান্ডবলে হোসেনপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নারী হ্যান্ডবলে হোসেনপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় রামপুর হোসাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসাকে ০-৫ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।  

খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ সচিব তরফদার মো. আক্তার জামীল।  

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমীন সবুজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।