এরা হলেন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দদার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, এস, এম, স্মরন, আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, চঞ্চল কুমার ঘোষ, শফিক আহমেদ, ফিদে মাস্টার সাইফ উদ্দীন লাভলু, গোলাম মোস্তফা ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ইমদাদুল হক ও জামাল উদ্দিন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
তৃতীয় রাউন্ডের খেলায় মোস্তফা আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, নাসির নয়ন কুমার মোহন্তকে, পরাগ আবজিদ রহমানকে, আমিন আব্দুল মোমিনকে, ফাহাদ মোহাম্মদ সাগরকে, স্মরন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে, ইমদাদ ইকরামুল হক সিয়ামকে, লিজা দেওয়ান শহিদুল আমিনকে, চঞ্চল কুতুবউদ্দিনকে, জামাল সোহেল চৌধুরীকে, শফিক মুজিবুর রহমানকে, লাভলু শান পারভেজকে, সিদ্দীক হাদিউজ্জামানকে পরাজিত করেন।
এছাড়া, মোহাম্মদ এনায়েত হোসেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৭
এমআরপি