এরা হলেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ।
সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু শাকিল, তিতাসের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও শওকত হোসেন পল্লব।
সোমবার (১৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার নাসির ফিদে মাস্টার আমিনের সাথে ড্র করেন।
ফিদে মাস্টার পরাগ আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজাকে, ফিদে মাস্টার মাহফুজ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, চঞ্চল এসএম স্মরনকে, সিয়াম সিলেটের মিহির লাল দাসকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ নারায়ণগঞ্জের হাবিবুর রহমান সোহেলকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল খুলনার শেখ মোঃ খায়রুল ইসলামকে, সোহেল ময়মনসিংহের সুব্রত বিশ্বাসকে ও পল্লব তিতাসের শফিক আহমেদকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৭
এমআরপি